বসন্ত আছে আগের মতো-
আগের মতোই পলাশ শিমূল;
সব কিছু আছে ঠিক ঠিক
গাছে গাছে গুচ্ছ গুচ্ছ ফুল।
সে রং, সেই আবীর-
ওগো প্রিয় আর সেদিনের প্রেম!
মুখে লেগে আছে জানি প্রিয়
আজ আমি সব কিছু হারালেম।
আমিতো বুঝি নি মোর প্রিয়
কী এমন করেছি যে আমি ভুল!
আজ তুমি কত দূরে জানি!
আমি আজ তার কিছুই জানিনা
কত দূরে তুমি চলে গেছ-
মন থেকে তাই কিছুতে মানি না।
আমার সবই মিথ্যা আজ
তুমি এসে ভাসালে যে এই কূল।