সব জেনে-শুনে কবুল করিলে
আসিলে আমার ঘরে;
তোমার আস্থা, পড়াশোনা দিয়ে
মিশে গেলে অন্তরে।
আমাদের সুখে প্রথম সন্তান
ঘর বুঝি আলো হয়;
স্নেহের মানিজা জন্ম নিল
আমরা আনন্দময়।
নতুন এ ঘর, নতুন সে বাড়ি
নতুন এ মধুকরে;
তারপরে শুধু সুখের দিবস
খুশিতে বছর মাস;
তারপরে প্রিয়া কণ্ঠ যে রোধ
ভাগ্যের পরিহাস।
তোমার মহিমা পরম মুক্তি
সুন্দর মন পরে।