আমার ঘরের জানালায়-
ফুলের গাছটি শোভা পায়;
ফুটিয়া আছে একটি কুঁড়ি
আনমনে।
রোদের ডানায় ভেসে ভেসে
আমায় ভীষণ ভালোবেসে
দিন জুড়ে বলে কথা আজ
দুইজনে।
আমি চেয়েছি তাহার দিকে
ভালোবাসার বাতাস ফিকে;
ফড়িং ডানায় ভাসছে যেন
তার সনে।