হৃদয়ের মাঝে খুঁজিলে বন্ধু
পাবে তুমি প্রিয়জন;
প্রিয় বন্ধুর বন্ধু যে তিনি
প্রিয় তিনি একজন।


অবিরত ডাকি সেই বন্ধুরে
যাহার তুলনা নাই;
সেই বন্ধুর মাঝে আমি মোর
প্রিয়কে খুঁজিয়া পাই।
এমন বন্ধু আজিকে জীবনে
সবাকার প্রয়োজন।


স্বজন হারানো বেদনা বহিয়া
যাহারা কাঁদিয়া মরে;
তখন বন্ধু এসে যান বুঝি
আমার হৃদয় পরে।
দূরেতে থাকিয়া নিয়ে ব্যথাভার
মনের মাঝেতে আপন।।