রেখেছ তুমি অজ্ঞানতায়, মানুষ করোনি।
রেখেছ আমায় চাকুরে করে মানুষ ভাবোনি।
অক্ষর জ্ঞান ছিল না মোদের বছর কয়েক আগে
নাম সই আজ করতে পারি তোমার অনুরাগে;
কোনোদিন তোমার কৃপা জানতে চাইনি।
চাকরি পাইয়ে দিয়েছ মোদের হয়েছি অনুগত
সমস্ত কাজ পালন করি তোমার কথামতো
কর্মসংস্কৃতি ভুলতে পারি তুমি দয়ার খনি;