রাগ নেই তোমার চক্ষুতে
শুধু লাগে এসে ভালো মাত্র;
অপ্রিয় শুধু আমি তোমাতে
না থাকা আজ বাহুল্য পাত্র।
কৃষ্ণচূড়ার গাছেতে ফুল
তবু তুমি আজ উদাসীন;
অর্থ খুঁজি না, শূন্য এ কূল
আজ তোমাতে করেছি ঋণ।
দিগন্তে তখন যে যুবক
আমাকেই শেখানো সে গাত্র;
আমি ভুলেছি গৌরচন্দ্রিকা
তোমাকে আর 'আপনি' নয়;
মূল পথে এসে গেছি একা
ভুলে গেছি কবে পরিচয়।
একসাথে থাকা অনর্থক
আমার মনে জেগেছি রাত্র।
----