বন্ধু আমার রাগ করিয়াছে।
বন্ধু আমার মান করিয়াছে।


কথা বললে কয়না কথা মুখ ফিরায়ে নেয়,
হাসি মুখে কথা বলি দুঃখ কেন দেয়।
এত দিনে এই বুঝিলে বড়ো অভিমানী
বন্ধু বিনে মনে আমার ঝড় উঠিয়াছে।
বন্ধু ----


নদীর ঘাটে জল কমেছে নৌকা আছে বাঁধা
আমি বুঝি কৃষ্ণ হব তুমি হবে রাধা!
সেই সকালে মনের কথা বুঝতে পারিনি
তাই বুঝি আঁখির কোণে জল ভরিয়াছে।
বন্ধু ----


চাঁদের পানে চেয়ে থাকে যতেক ধ্রুব তারা
কখনো তো হয় না এমন দূরে বন্ধু হারা;
মিলনেতে থাকে তারা দিবা নিশি ময়
মনের কোণে প্রেম রাখে স্বপ্ন বাঁধা আছে।
বন্ধু ----


প্রেমিক সুজিত কেঁদে বলে আবার এসো প্রিয়
কদম শাঁখে রাখব বেঁধে তোমার উত্তরীয়।
আর কোনোদিন হবে না গো মান অভিমান
যতন করে রাখব তোমায় আমার মনের কাছে।
বন্ধু ----