তুমিই লিখেছ আমার মুঠিতে প্রণয় দেবতা নাম-
সাজিয়ে রেখেছি ফুলগুলি সব অঙ্গীকারে অবিরাম
স্বেচ্ছা আলোয় শত কোলাহল নিত্য সমর্পণ
বুঝতে পারিনি আমার মাথায় কার সে উচ্চারণ।
তোমার কথায় ভুলগুলি ছিল ভিড় করে টুপটাপ-
নির্জন পথে পিছিয়ে পড়েছি মাটিতে স্বপ্নছাপ
বিপন্নপথে তুমিই দেখালে চেনা সে মাটির ওম;
প্রতিটি আঘাত শান্তিতে খোলে চিরকূটে উপশম।
**সম্পাদিত নয়।