কুয়াশা রঙিন পাহাড় দেখেছি
ভেজা সে পথের মোহে;
সময়ের টানে তোমার কাছেতে-
প্রিয়তির সমারোহে।
মেঘগুলি জানি নদী হয়ে গেছে
কখনো ভাবতে পারিনি;
আমরা দুজন অতল তলেতে
তবুও তোমাকে ছাড়িনি।
চিরদিন থেকো আলাপে-প্রলাপে
মধুরমিলন সহে।
আজকে হয়েছে কুয়াশা বিদায়
এসেছে পলাশদিন;
তোমার মাঝেতে সাজিব প্রেয়সি
তোমাতেই অমলিন।
সেই সাথে থাক মনে চুপকথা
প্রণয় গোপন দোহে।