আজিকে যতনে প্রিয়তি রতনে বেসেছি অনেক ভালো;
প্রিয়তি আমার সুধামণি হার প্রিয়তি জীবনে আলো।


আজ প্রিয় বধূ ডেকেছে কাছেতে করিতে আদর প্রিয়
আপন হেলায় প্রণয়বেলায় শুধাখানি ঢেলে দিও।
প্রিয়তি মনেতে লাগেনি গ্রহণ যদিও প্রিয়তি কালো।


আমার হৃদয়ে প্রিয়তি মালিকা দিব বধূয়ার গলে-
কাঁদিয়া ভূষণে আসিবে কাছেতে প্রিয় তমালের তলে।
আজ কেন প্রিয় আমার সমুখে এভাবে এসে তাকালো।