প্রিয়তি আমাকে যতই ফেরাবে
যত করে অবহেলা;
তাহার জন্য পুষ্প তুলিব
প্রতিটি সকালবেলা।


তাহার স্বপনে গেঁথে দিব সুখ
গোছাব ছড়ানো ফুল;
আদর-সোহাগে প্রেম ভালোবেসে
সাজাবো তাহার চুল।
হাতেতে আমার প্রেয়সিজোছনা
চোখের জলেতে খেলা;


রঙিন ফুলেতে গাঁথিব মালিকা
পড়াব তাহার গলে;
ওই ললাটেতে দিব চুম্বন
কাছে আসিবার ছলে।
চিরকাল আমি আঁখিপানে চেয়ে
তোমাতে ভাসাব ভেলা।