প্রিয়া মোর তুমি! সখী মোর তুমি!
আর কি পাইব চোখে;
আমাকে ছাড়িয়া পরান বন্ধু
পারি দিলে কোন লোকে!


তোমার তরেতে এ চিঠি মোর
করুণার মাঝে স্মৃতি;
ফুপিয়ে ফুপিয়ে কেঁদে গেছি আজ
বেদনায় ভরা রাতি।
আজকে তোমায় হারিয়েছি আমি
মরেছি ভীষণ শোকে।


আজ তাই বসি একা একা ভাবি
বেঁচে থাকি স্মৃতিতে;
তোমার জীবন চোখের কোণেতে
আজ লিখি এ চিঠিতে।
জীবনের সব কথাগুলি আজ
ভালোবেসে যাব লিখে।