দু' কূলে আমার স্বপ্নের হরিণচোখ
নিয়তির সাথে রাখি গোপনপ্রণয়;
চেয়ে চেয়ে বুঝি দেখেছে অপর লোক
পৃথিবী ভাঙার এই তো মুখ্য সময়!
আমার ঘরেতে আমি-তুমি নিরুদ্দেশ
ফেলে আসা ছবি বিশুদ্ধতা মালিকানা;
তোমার সে স্বপ্ন আজ ফেলে রাখি বেশ
দাবিদার মনে এঁকেছি কত কল্পনা।
আজ ব্যস্ত মনে নতুনের পরিচয়।
দুচোখে আমার ঠিকানার চেনা ছবি
বিনিদ্র বসনে নত চোখে অভিশাপ;
ভোরের ফুলের সাথে মিশে দেখি সবই
তোমার হৃদয়ে সেদিনের সেই ছাপ।
এত অন্ধকারে মনে কেন সংশয়।
-------