কতদিন দেখা নেই তনু
আজ মনে পড়ে খুব খুব;
সেই সুর সেই কথা ধরে-
তোমার ও আঙিনাতে ডুব।
সে বেলায় দাঁড়িয়েছ তুমি
আমাদের আলোচনা শেষে-
টেলিফোন নাম্বার খানি
এসে লিখে দিলে অনায়াসে।
চেনা মনে মুখ তুলে তুমি
পলকের কীবা ছিল রূপ।
তারপর চলে আসি ফিরে
মন মাঝে তোমাকেই ভাবি;
শীতলতা লাগে বেশ গায়ে
ক্যামেরাতে দেখি সব ছবি।
সেই শুরু ফোন আর ফোন
সারাদিন ফোন মাঝে চুপ।
--------