ওরে নাম না জানা ও-পাখি;
আমার ফুলের গাছে বসে
কেন রে করিস ডাকাডাকি।


দুপুর বেলায় তোর ডাকে
ঘুম আসেনা আমার চোখে-
এমন নিঝুম বেলা যায়
ঘরেতে কেমন করে থাকি।


লাফিয়ে আসিস জানালায়
আমায় দেখিস দুষ্টু পায়;
তোকে আড়াল করতে আমি
নিজেকে নিজেই বুঝি ঢাকি।