ভুবন ভোলানো রূপের মালিকা
দেখেছি পথের ধারে;
ওই মুখে আজ ঝরে কত রূপ-
দেখিয়াছি বারেবারে।


প্রভাত বেলার সুখের প্রিয়তি
মধুর রূপের ধারা;
ওই মুখে আজ গান লিখে দেব
জানি তো পাব না সাড়া।
গেছি কত দূর, গোপনে দেখেছি
দেখেছি গো আড়ে আড়ে।


আকাশের বুকে চন্দ্র-মালিকা
বাগিচার মাঝে ফুল।
দেখেছে নয়ন নদীটির ঢেউ
দেখেছে শিশির কূল।


আজ বুঝি আর কিছু দেখিব না
চাহিব না কোনো দিকে;
আমার বুকের গোপন দাওয়ায়
তোমারে রাখিব লিখে।
একবার যদি চেয়ে থাকো তুমি
আমার চোখের পারে।