তোমার দেশে বৃষ্টি এলে আমার কথা ভাবো!
ওগো আমার বৃষ্টিরানি তোমার কাছে যাব।
তোমার কাছে বৃষ্টি এলে আমায় দেখাও ডেকে-
এই বাদলের কোমল ছোঁয়ায় তোমায় রাখি ঢেকে।
তোমার মনে বাদল আকাশ, বাদলবাতাস সারি;
এমন চিন্তা মাথায় তোমার কেমনে যাবে বাড়ি!
এই বাদলে তোমায় প্রিয় কেমন করে পাব!
তুমি জাগো ঘুমের দেশে একটি সকালবেলা
আমার মনে স্বপ্ন জমে নিশিমনের খেলা।
তোমার কাছে মেঘ ডেকেছে, আকাশ জোড়া মেঘ;
তোমার কথা পড়লে মনে আমার বাড়ে আবেগ
এমন বাদল রোজ আসুক তোমাকে যাক ছুঁয়ে-
এমন দিনে যাবই আমি বৃষ্টি মাথায় নিয়ে।
বাদলবাতাস গায়ে মেখে তোমাকেই জড়াব।