ও নদীর মাঝিরে-
আমার পরান বন্ধুর খবর কি শুনিছ!
তোমরা দেশে ফিরে এলে
নতুন মানুষ কাছে পেলে
আমার বন্ধুকে কি দেখিছ!
নৌকা নিয়ে গেল যে বন্ধু গেল বাণিজ্যে
বলে গেল একমাস বাদে ফিরবে এ রাজ্যে
আমি বন্ধুর খবর না পাইলাম
সত্যি করে বলো মাঝি-
আমার বন্ধুরে কোথায় রেখেছ!
যাবার বেলা বলল মোরে আনবে রঙিন শাড়ি
আমায় নিয়ে নদীর তীরে বাঁধবে দালান বাড়ি;
সে ঘরেতে থাকব দুজন আমরা সুখেতে
সত্যি করে বলো মাঝি-
আমার বন্ধুর খবর কি পেয়েছ?