ও গানের ফকিরা
ও সুরের অন্তরা
তোমার সাথে দেখা আমার হল না।
চলে গেলে তারার দেশে
আজি অঘ্রানের শেষে
তোমার সাথে আমার এমন কথা ছিল না।
জেনেছি তোমার কথা
পড়েছি তোমার লেখা
মনের ঘরে ভেবে গেছি কত আপনার।
তুমি যে মানুষ গুণী
ভালোবেসে কথা শুনি
তুমি মোদের লোক-কথাকার
তোমায় ভালোবাসা আমার পূরণ হল না।
তোমার সাথে------
কতবার ভেবেছিনু আসিব তোমার ঠাই
আমার গানের মালা সপিব তোমার পায়
আজ যাব, কাল যাব, আমার সময় হল না।
তোমার সাথে------
* প্রয়াত সুধীর চক্রবর্তী মহাশয়কে উদ্দেশ্য করে।