ও বন্ধু, তুমি আজ এলে না-
আমার চোখে সজলধারা,
তবু কেন তুমি কাছে এসে দেখলে না!
তোমার ঘরে আজ দেখেছি
হরেক নামে সবুজবাতি;
সেই আগুনে জ্বলেছে প্রিয়
মুছেছে এই মনের রাতি।
তুমি কেন সে বাতিতে মুখ রাখিলে না।
ও বন্ধু...
তোমার চোখে কাজল ছিল
প্রেমের ধারায় মুছে গেছে;
অসীম সীমায় তাই দেখি
ডেকেছি তোমায় পিছে পিছে।
তবু কেন মোর ডাকে আজ হাসলে না।
ও বন্ধু...
তোমার ঠোঁটে সকল গান
আমার সুরে আজ মিশেছে;
আমার মনের পথে আজি
কাছেতে এসে ভালোবেসেছে।
তবু কেন তুমি মোরে আজ ডাকলে না।
ও বন্ধু...
----------