নতুন করে আসলে আবার পকেট ভরা আর্তনাদ;
তোমার হৃদয় ছুঁতে গিয়ে আমার শরীর ভিন্নস্বাদ।


অন্ধকারে বাস করেছি ঘাম ঝড়েছে রোমে-রোমে
রক্ত আগুন মাখিয়ে দিয়ে আছ তুমি গোপন ঘুমে।
নতুন ঘরে ক্যালেন্ডারে দেখতে থাকি মাস-বছর
তোমার চুলে হাত দিয়েছি এখন বুঝি সেই আঁচড়।
এখন দেখি গভীরপথে স্বপ্নজমা জল আবাদ।


এই সেদিনের চোখের জলে ভেজায় তোমার আঁখির পাতা
তোমার নামে স্বপ্ন আমার তোমার নামে শূন্যখাতা।
আজকে তোমার নাম নিয়েছি গোপন ঘরে অবিরাম
আমার দেহ তোমার তরে মধ্যিখানে ঝরছে ঘাম।
অন্য কিছু দেখিনা আর নাভিশ্বাসের স্বপ্ন জেহাদ।
               --------