বাতিঘর জ্বলে সংকেতে-
ভয়াল আগুন সেই ঘরে;
ফিনকির জল চাই পেতে
নোনাপথ আজ সরে সরে।


থেমে যে নেই কোথাও কিছু
ফুলবনে বসন্তবাহার;
সব পরশ রেণুর পিছু
নিভৃতে ভ্রূণ ছিল তাহার।
মেয়ে তুমি দিয়ে যাও ছোঁয়া
সেই সময় আসিব দোরে;


তোমার মৃত্যু আমার চোখে
স্বপ্নের বদলে চাই মুক্ত;
যত খেলা আজ এই শোকে
এই সময়ে আমি অভুক্ত।
সব লজ্জা গেছে আজ খোয়া
বনপথে দেখা চাঁদ তারে।