নিশিরাতে হেঁটে গেছ আমার দুয়ার দিয়ে
শরতের সেই রাতে শিউলির গন্ধ নিয়ে।


কোথা ছিলে এত রাত ডেকেছ আমায়
কোন বা দেশের কাছে সেই সীমানায়
ভুলে গেছ পথ বুঝি এমন সময়
নিশিরাত তুমি ছিলে একা প্রাভয়।
কেউতো আসেনি তোমাতে এগিয়ে।


দূরে কত গাঢ় রাত নিস্তেজ নীরব
শান্ত দুয়ার যেন নেই কলরব।


পরনে বসন তোমার রঙিন শোভায়
জগত মেতেছে যেন মন আঙ্গিনায়
তোমার গায়েতে আজি কত আভরণ
এই রূপ দেখি চেয়ে আগের মতন
এমন রজনি মাঝে এসেছ লুকিয়ে


* অসম্পাদিত।