বৃষ্টিরানি আজকে চলো নীল আকাশের পারে-
আমি-তুমি পরীর দেশে বিশ্বাসে ভর করে।


বৃষ্টিরানি আজ দুজনে শিশিরভেজা ঘাসে-
মনের সুখে কইব কথা ঘাসের বনের পাশে।
আকাশ পানে থাকব চেয়ে তোমায় নিয়ে বুকে;
রূপকথার ওই গল্প বলি আপন মনের সুখে।
মনের মাঝে উঠবে ঢেউ আজকে বারেবারে।


বৃষ্টিরানি আজকে চলো সাগর পারে যাই-
চুপিচুপি থাকব মোরা মনের বিছানায়।
তোমার সাথে সুখের ভাগে মাখব দখিন হাওয়া;
আলিঙ্গনে জড়াব দুজন স্বপ্নমাঝে পাওয়া।
তুমি-আমি একলা হব দেখবে না আঁধারে।


চলো না যাই বৃষ্টিরানি কেমন তুমি আমি!
রোদের মাঝে ধুলো খেলি, এই খেলাটা দামি।
হঠাৎ যদি বৃষ্টি আসে ওঠে ভীষণ ঝড়;
আমার বুকে থাকবে তুমি মিশে পরস্পর।
একটা আদর মিশিয়ে দিই তোমার ঠোঁটের পরে।
         --------