তুমি আজি করো গান
অপরূপ সুরে;
আমাকে করেছ ঋণী
বেঁধেছ বন্ধুরে।


ভঙ্গি সাথে গেয়ে গেছ
বাউলের সুরে;
শুধু শুনি মন দিয়ে
এ মাটির ঘরে।
কত শত আয়োজন
আমি আছি দূরে।


নেচে নেচে ওঠো তুমি
নবীন পরশে;
তোমার চোখেতে চাহি
অসীম হরষে।
তোমার তরঙ্গ শুধু
মন মাঝে ঘোরে।