নয়নের জলে ভাসাব তোমায় আজ নয়নের জলে
বেঁচে আছি আমি বন্ধু তোমার আছি গো কোন ছলে
সেদিন বুঝি চলেই গেলে নিত্য অভিমানে
সেই সকালে ফুল ফুটেনি কান্না গোপনে
আজ আমি বসেই আছি তোমার বিরহ তলে


অসম্পাদিত