গভীর আঁধারে প্রতিরাত উপস্থিতি
অনুভব করি নরম হাতের ছোঁয়া;
অতল চোখেতে আবেগের হাতছানি
নেশাতুর আমি, তোমাকেই কাছে পাওয়া।


ভেজা ঠোঁট চেনে নগ্নদেহ মসৃণতা
আমার বুকেতে তোমার সোহাগ আসে;
আমি কুৎসিত, তুমি স্বর্গীয় সুন্দর
প্রতিরাতে তুমি উপভোগ পরবাসে।
সু ন্দ র সোহাগে আমি তুমি পূন্যতোয়া।


বসে থেকো তুমি আগলিয়ে অন্ধকার
দেবতা পুজোয় বহুদূর একসাথে;
যত মোহ আছে সেওতো আমার প্রতি
সুখ সাথে আমি উপভোগ এইরাতে।
আমার কাছেতে সকল দুঃখ সওয়া।
         -------