নাইবা লিখিব চিঠি আজ তোকে শুধু শুধু মনে করে-
তবুও যে তুই মনেতে আছিস কষ্ট রেখেছি ধরে।


তোর কথা ভেবে কষ্ট যে পাই অজান্তে চোখ ভেজে-
পথটুকু চলি বররষার সাথে পাশে চলে বুঝি কে যে!
বহুদিন পরে সব কথা প্রিয় আজ খুব মনে পড়ে।
নাইবা লিখিব----


---
---
---