নাই বা লিখেছি চিঠি আজ তোকে তোকেই রেখেছি মনে
তবুও যে আমি মনেতে রেখেছি কষ্ট সংগোপনে।


তোর কথা ভেবে কষ্ট পেয়েছি অজান্তে চোখ ভেজে-
পথটুকু চলি বর্ষার সাথে পাশে চলে কেউ লাজে!


** অসম্পাদিত।