তুমি আমার জীবন প্রিয় আমার পরান বঁধু
মুক্তামালা গলেতে দিই মুখে চুম্বন শুধু।


আমার ঘরে বসত করো আমার হৃদয় জুড়ে-
সকাল থকে নিশিরাতে দেখি ঘুরে ঘুরে;
স্নানটি সেরে এলোচুলে যখন পরো শাড়ি
তোমার মুখের শোভায় বুঝি ধন্য আমার বাড়ি।
তোমার কাছে প্রাণ সপেছি বুকে ভরা মধু।


কেমন যেন গাছের পাতায় শরৎশিশির 'পরে
সবুজ ঘাসের উপর দেখি মুক্তবকুল ঝরে।


তোমার ছোঁয়ায় ঘুম ভাঙে মোর তোমার ছোঁয়ায় শুই
তুমি আমার আলোকরতন চক্ষেতে বিভূঁই।
রাঙাচুলে রাঙামনে আসো আমার কাছে-
শূন্যকণ্ঠ সাজিয়ে দিই মুক্তমালা গোছে।
তুমি ছাড়া শূন্য আমি শূন্য পরান ধু ধু।
          ----------