মুখখানি রাঙায়েছ রঙে
তবু তুমি সেই চেনা ঢঙে
            রাঙা ফুল শোভে বদনেতে;
রং ভরা আঁখিময় তারা
ওই মুখে প্রিয় রং সারা
           কত খুশি আজ নয়নেতে।


মুখে আজ কত ভালোবাসা
সোহাগেতে যেন কত আশা
            কত খুশি ওই মুখ পানে;
চেয়ে চেয়ে হই দিশাহারা
আঁখি জুড়ে প্রিয়তি চেহারা
            মুখরিত আজ নব গানে।
রং দেব আজ নিজ হাতে
কত--


রঙে ভেসে গিয়েছে আঁচল
মুখে যেন ফুলেদের দল
          তুমি যেন খেলো অলি সাথে;
ওই চুলে ওই মুখে দোল
খুঁজে পাই স্বপ্নের আদল
         আজ কোথা চলো অজুহাতে।
রং আজ মুছো না গো রাতে।
কত---