মুখেতে তোমার দীপ্তজ্যোতি
কণ্ঠ সমুজ্জ্বল;
লড়াইয়ের কাছে হার মানো নাই
জীবন যে অবিচল।


তোমার চলন, তোমার কথন
তোমার ভাবনা মন;
তোমাতেই যেন লুকিয়েই ছিল
আগামীর দর্শন।
মন ভালো নেই, বাড়ে মনোপীড়া
ফিরে আসে আঁখিজল;


এখন আমরা বেঁচে আছি প্রিয়
সকল কিছু হারিয়ে;
খেতে হয় খাই, শ্বাস নিতে হয়!
বিরহ-কান্না ছাড়িয়ে।
তোমার মাঝেতে ডুবিয়া থাকি যে
যদি কিছু পাই বল।