তোমার সাথে কথা হল
মতিঝিলের ধারে;
তোমার চোখে চোখ রেখেছি
আজকে বারেবারে।
আজকে যখন দেখি তোমায়
চেনা দিনের সুরে;
তুমি আমার স্বপ্নে ঘেরা
আমার হৃদয় পুরে।
আজকে থাকো আমার কাছে
কেউ বুঝিবে না রে!
এসো তুমি সোনার নারী
আমার সীমানায়
মতিঝিলে ঝিল কুড়াব
দেব তোমার পায়।
তোমার প্রেমের ছোঁয়া দিও
এই অভাগারে।
মতিঝিলের বাহার কত
আগে বুঝিনি;
কেন এসে এই আঙ্গিনায়
তোমায় খুঁজিনি।
তোমায় পেয়ে বলব কথা
হাজারে হাজারে।
------