মোর প্রিয়তমা চলে গেছ তুমি
আজকে আমায় ছাড়ি;
কোন বা দেশে চলে গেছ আজ
আমাকে দিয়েছ আড়ি।
এইতো সেদিন প্রণয়ের দিন
করেছি সাড়ম্বরে;
বুঝতে দিইনি তুমি নেই কাছে
তুমি নেই এই ঘরে।
তোমার সাথেই কথা বলে গেছি
স্বপ্ন দেখেছি তারই।
সাজিয়েছি বাড়ি, ফুল সারি সারি
তোমার খুশির তরে;
জীবনের শুরু এভাবেই এল
জীবন রয়েছে পরে!
তোমার ও কথা সব রয়ে গেছে
শূন্য আমার বাড়ি।