মনের সুখে কথা বলো আজকে মনের ঘরে-
তোমার কথা আজ দুপুরে ভীষণ মনে পড়ে।


তুমি আমার বালক কালের সেই যে রাধা হও-
আমার মনে কানে কানে কতই কথা কও;
আপন মনে আমরা দুজন সীমাহীন সে পথে-
হারিয়েছি সন্ধ্যাকালে কোন সে গোপন রথে!
সকল কথা আজকে আমার ভাসে অন্তরে।


একলা এসে শুনাও আমায় তোমার সকল বাণী-
আজকে তোমার নাম দিয়েছি আমার বৃষ্টিরাণি
তুমি আমার মেঘ আকাশে ভাসো বাদল বেশে-
তোমার বুকে নৌকা নিয়ে যাবই আমি ভেসে
তোমার কথা ভেবে আমার মনটি কেমন করে।