পাশে দিঘি টলোমলো ঐক্যতানে-
ভেসেছে পুবের বায়ু গীতিগানে!


মনে পড়ে তোমাকেই;
আলোছায়া জগতেই
আমার পাশে আজ শূন্য আসনে।


সেই কথা কবেকার
বলিব এসে আবার
চেয়ে চেয়ে তোমার চিবুক পানে।