ফিরে গেলি তুই পুরানো আবেগে ধূসর বিকালবেলায়-
চেনা পথে তুই অবহেলা নিয়ে ডুবলি আপন খেলায়।


কাটাকুটি কত আঁকা ছিল জানি আমাদের মন মাঝে-
আজকে হারাল সময় অছিলা এমন নীরব সাঁঝে।
বেসুর মনের ইচ্ছারা আজ তোকে খুঁজে পেতে চাই।


এলোমেলো সব চিন্তারা আজ লিখছে কবিতা গান,
একটা সে দিন আয়নারে তুই নেব তোর অভিধান।
মন খারাপেতে ডাকব তোকেই আমার এই সীমানায়।