মেঘ খেলেছে আকাশ পথে
মাছ খেলে যে জলে;
গাছের যত ফুল পাখিরা
আপন সুরের ছলে।
সূর্য খেলে রোদের সাথে
আঁধার সাথে রাত;
প্রভুর কাছে ভক্ত করে
জীবন প্রণিপাত।
ভ্রমর খেলে ফুল যমুনায়
রাতের সাথে চাঁদ;
শ্রাবণ মাঝে বর্ষা খেলে
বঁধুয়ার সংবাদ।
ঘাসের বনে শিশির খেলে
ফসল মাঠের তলে
তোমার খেলা আমার সাথে
ওগো জীবনভর;
তোমার মাঝে আমি আছি
কখনও নই পর।
নবীনমনে হাজার সুরে
তুমি যে মোহময়;
তোমার মাঝে হারাব আমি
সফল হোক প্রণয়।
আমি শুধু ভেবে চলি
আপন পরিমলে।