মনের আকাশতলে আজ কত তারা!
তার মাঝে আমি আজ খুশি-আত্মহারা।


নবসাঁঝে ঝিকিমিকি সাজেতে নিয়ত-
শুভ্রচিন্তা ভালোবাসা এখানে সতত
পথ দিকে চেয়ে থাকি আসে বুঝি সাড়া


এখানে আলোরজ্যোতি অতীব প্রশান্ত;
আকাশের নীচে আজ কে বুঝি জানত!
আজ তাই জেগে রব নীরবপাহারা।
       ---------


* অসম্পাদিত।