দুমড়ে মুচড়ে গেছে আমাদের প্রেম
মনে আছে শুধু শেষের কালবৈশাখী;
সামনে দাঁড়াতে এসে নিয়মমাফিক
সন্ধ্যে নাগাদ হৃদয় কুঞ্জে আঁখি।
ছুঁয়ে যেতে তুমি আদরের বেলাগুলি
তারপর এসে জমালে অন্ধকার;
মরা জোছনায় খুবলে খেয়েছে জানি
জং ধরা পথে নিমগাছ একাকার।
আজ একান্তে কত কি বলার বাকি।
সন্ধ্যে নাগাদ----
পরিচয় দিও আগের সে পদবিতে
এসে বোসো তুমি নীরব গাছতলায়;
ছেলেটি ঘুমালে জানালায় শাড়ি মেলো
লুকিয়ে বলার কিছু আছে নিশ্চয়।
ভুলি না কিছুই মনের কোণেতে রাখি।
সন্ধ্যে নাগাদ----