তুমি দেখেছিলে আমাকেই
আমি দেখেছি তোমাকে;
আজ বন্ধনে মিলেছে গোত্র
মালা দিই সাতপাঁকে।
একদিন এই পথে স্বপ্ন-
রঙিন পোশাক সাথে;
তোমার পথেতে স্বপ্নরাশি
জেগেছি বসন্ত রাতে।
তোমার মনের মাঝখানে
কিছুটা প্রণয় থাকে।
আজ শুধু কথা আর কথা
মাঝখানে এ সময়;
আজ তোমার মনের মাঝে
আমারই পরাজয়।
আমি আবার ফিরিয়া যাব
তোমার সেদিন ডাকে।