তুমি আজ থাকো অনেক দূরেতে-
অনেক দূরের দেশে;
মাঝখানে কত মেঘ জমে আছে
মেঘ যে ভাসে আকাশে।
একখানি চাঁদ আকাশেতে ওঠে
দাঁড়িয়ে দেখেছি দু'জন;
চাঁদের মুখের সেই প্রেমসুধা
নীরব মনে ক্রন্দন।
কতই স্বপ্ন আছে দৃষ্টিতে
আসো অকারণে হেসে।
আমাদের সুখ দৃষ্টিমিলনে
তোমাতেই চেয়ে থাকা;
এতদিন সবে এই মন মাঝে
তোমার নামটি রাখা।
যদি কোনোদিন মেঘ নিয়ে যায়
যাবই তোমাতে ভেসে।