আমরা দুজন হারিয়েই যাব
একসাথে মহাকাশে;
তোমার হৃদয়ে গাঁথিব মালিকা
গোপন সেই নিঃশ্বাসে।


আমি অন্ধকারে সে গভীরে যাব
মরণ দোলায় দ্বন্দ্ব;
মনেতে জাগিবে নব শিহরণ
মন্দাক্রান্তা ছন্দ।
তোমার সাথেতে চলিব আজিকে
সেদিনের ভালোবেসে।


মহাকাল পথে জন্ম নিয়েছি
পেয়েছি মনেতে সূর্য;
নতুন পৃথিবী ডাকবে আমায়
তোমাতেই রাখি ধৈর্য।


পুরানো দিনের পুরানো সে গান
চিরকাল সনাতন;
সৃষ্টির কথা শোনাব তোমায়
নতুন বিবর্তন।
তোমারে শোনাব প্রণয়ের গান
প্রণয় মাদল দেশে।
    ----