তোমার গান শুনেছি আজ
চেয়ে গানের আসরে;
মধুর সুরে গান শুনেছি
আমার মন বাসরে।
মোহিত হয়ে চেয়েছিলাম
তোমার মুখের পানে;
তুমি বুঝি গান গেয়ে গেছ
আজকে আমার টানে।
এসে তুমি গান গেয়ে যাও
আমার ভুবন পরে;
যেমন ঝরে বাদল কণা
শ্রাবণ মেঘের থেকে;
তেমনি ওই সুরের ধারা
আমায় নিয়েছে ডেকে।
তোমার মুখে কতই শোভা
গানের সুরেতে হাসি;
মন বলেছে সবার মাঝে
তোমাকেই ভালোবাসি।
তোমার গানের মালা নিয়ে
এসো আমার এ ঘরে।
-------