আজকে আকাশে আলোর আঁধার লুকোচুরি মনে খেলা-
কালো মেঘখানি ঢেকেছে আসিয়া বাদলপূর্ণ বেলা।


কে যেন কখন ছাপিয়ে যে যায় এই চলে খেলাখানি
চারিদিকে কত নিস্তব্ধতা কোথাও বা হাতছানি।
নীরব রাতের নীরব সে মায়া মাঝে মাঝে বেড়ে যায়-
জানা অজানার পরিবেশ সাথে নবরূপে পরিচয়।
চারিদিকে বুঝি আনাগোনা কত নিশাচর রাত মেলা।


রাত জাগা মন জাগিয়া দেখেছি স্বপ্ন দেখেছি চেয়ে;
অবাধ্য মন চারিদিকে যেন তোমার কথায় ছেয়ে।
তোমার চেয়ার শূন্য আজিকে এমন রাতের কালে;
তুমি আর আমি জেগে বসে আছি প্রণয়কথার কালে
আমি যে একাকী একার ঘরেতে ভেবেছি তোমার বেলা।