তুমি তো ছিলে নদীর ঘাটে
কাঁখেতে ছিল কলসি;
লুকায়ে দেখি শুধু তোমায়
ও গাছের ছায়ে বসি।


নদীর জল বড়ো উতাল
কত দেখি তার ঢেউ;
এমন ক্ষণে তোমায় দেখি
আর দেখে নাই কেউ।
আকাশ থেকে চাঁদের কণা
পড়ে বুঝি আজ খসি।


যেমন দেখে বনের ময়ূর
ও বনের ময়ূরীরে;
ফুলবাগানে বাতাসধারা
বহে আজ ধীরে ধীরে।


হেঁটে তুমি এসেছ বঁধুয়া
আবার হাঁটিয়া যাবে।
নীলাম্বরী শাড়ির ছোঁয়া
মনে স্বপন জাগাবে।
আবার কবে আসবে তুমি
এ প্রাণ ওঠে উছসি।
     ------