লেগেছে ভালো তোমায়, বাসিয়াছি ভালো
গোপনে বলেছি কথা গোধূলির আলো।
হাজার কবিতা হয়ে প্রেম মরসুমে-
ভিজে গেছি বরষণে আঁখিতারা চুমে
তোমার চোখের মাঝে প্রণয় হারালো।
গোপনে-
প্রণয়ের কুহুতান আবেগে ছড়ানো
আমি তুমি মিশে আছি মেঘেতে লুকানো;
আমার বুকের পরে মধুপ্রেম ঢালো।
গোপনে-