কোথায় লুকিয়ে ছিলে আমাকে আপন করে ওগো প্রিয়তমা
তোমার মাধুরি বাস জাগায় মনেতে আশা চরণ সুষমা।


আজ বুঝি অবেলায় একা বসে ভাবিয়াছি তুমি মোর সাথি
জাগিয়া দেখেছি রাত বলেছি গোপনে কথা একেলার রাতি
এই বুকে তোলা আছে আঁধার রজনি মাঝে কত কথা জমা
কোথায়---