কোথায় চলে যাও গো বঁধু
আমায় লইয়া যাও।
তোমার সুরে গান গাহিব
মোরে ভালোবাসা দাও।


সকাল বেলা দেখি তোমায়
চলেছ মাঠের পানে;
সূর্য যেন ডাকে তোমায়
মাটির পথের গানে।
আমিও যাব ওই পথেতে
আমায় ডাকিয়া নাও।


হাজার ফুলে গাছ দেখিব
তোমার সাথেই ঘুরে;
আপন মনে বেড়াই আমি
তোমার খেলার সুরে।


তুমি বোলো ও মনের কথা
শুনব তোমার সব;
মনের মাঝে জমে আমার
এ নিত্য কলরব।
তোমার খোঁপায় গুজে দেব
রঙিন ও ফুল টাও।
      ------