তখন সায়নবেলা প্রসূতিশ্রাবণ-
কোথা যেন থেমে যায় সোহাগমন্থন;
কালো ঘনঘোর মেঘে আচ্ছাদিত ধরা;
কেমন গোপন ভাবে আলোকউত্তরা-
গোপনে চেয়েছি যেন শুধু বারেবারে-
কারা যেন ঢেকে দিল আমাকে আঁধারে।
তার মাঝে আমি তুমি অতি সুশোভন
এইদিন এই ক্ষণ শ্রাবণের দান-
তোমাতে প্রণয় সপে আমি মহীয়ান।
মোর দেহে স্পর্শ আসে সেই মনে পড়া-
তোমাতে ডুবিব আমি প্রেম সসাগরা
দূরে ওই চেয়ে দেখি ঝরিছে বাদল;
আমার আশ্বাস জলে আঁখির কাজল।
ওই বক্ষ তটতলে অতীব প্লাবন।